কে এম আবুল কাশেম (বাহাদুর)
(চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ)
আজ ১৫ জুন ২০২৪ খ্রি. ঈদুলআজহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থা অবলোকনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট পশুর হাট, চান্দগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটির খালি জায়গায় অবস্থিত কর্ণফুলী পশুরহাট ও কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেছেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও ঈদুলআজহা উপলক্ষ্যে সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান সিএমপির গৃহীত নিরাপত্তাব্যবস্থার সুবাদে এবার এক পশুর হাটের গাড়ি থেকে অন্য পশুর হাটে নামানো হয়নি। অবৈধভাবে গড়ে উঠা পশুর হাটগুলো পুলিশের নজরে আসামাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। ঈদকে কেন্দ্র করে সিএমপি কর্তৃল চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও তিনি জানান।
এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ মোখলেছুর রহমান, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোসাঃ সাদিরা খাতুন ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ