স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা: (চমেক) হাসপাতালে চালু হতে চলছে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এই ওয়ার্ডটি চালু হলে হাসপাতালে আইসিইউ’র সংখ্যা দাঁড়াবে ৫০টি। এরফলে কিছুটা হলেও কমবে মুমূর্ষু রোগীদের আইসিইউ’র চাহিদা। গত শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন আইসিইউ ওয়ার্ডটি উদ্বোধন করার কথা রয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, আইসিইউ ওয়ার্ডটিতে অবকাঠামোগত কাজ ও আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ। যন্ত্রপাতিগুলো ইনস্টলেশনের কাজ চলছে। চালু হলে আইসিইউ’র যে সংকট, এবং অনেকটা কেটে যাবে। যদিও রোগীর তুলনায় হাসপাতালটিতে কমপক্ষে দুইশ আইসিইউ থাকার প্রয়োজন। আশা করছি, অন্তত ১২০ শয্যার আইসিইউতে উন্নীত করা সম্ভব হবে। চমেক হাসপাতালের নিচ তলায় অবস্থিত ন্যায্যমূল্যের ওষুধের দোকানের পেছনে থাকা পূর্বের মানসিক ওয়ার্ডে নতুন আইসিইউ ওয়ার্ডটিতে বাসানো হয়েছে অত্যাধুনিক সরঞ্জাম। সর্বশেষ করোনা মহামারির চলাকালীন সময় চট্টগ্রামে আইসিইউ সংকট দেখা দেয়। সরকারিভাবে চট্টগ্রামে এখন পর্যন্ত ৩০ আইসিইউ রয়েছে। এর মধ্যে ১০টি জেনারেল হাসপাতালে এবং ২০টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির চলাকালীন সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৮টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ পাঠানো হয়। যা ওই বছরের অক্টোবরেই স্থাপন করা হয়। এর আগে ২০০৫ সালে চমেক হাসপাতালের ৫ শয্যার আইসিইউ ১২ শয্যায় উন্নীত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে গত ৬৩ বছরের মাত্র ২০টি আইসিইউ যুক্ত হয়েছে চমেক হাসপাতালে। চলতি বছর এ ৩০টি আইসিইউ চালু হলে মোট সংখ্যা হবে ৫০। অনেক সময় রোগীর অবস্থা খুব ঝুঁকিপূর্ণ না হলেও মেজর সার্জারির পর রোগীকে আইসিইউতে রাখা হয়। গুরুতর অসুস্থ রোগীকে সুস্থ করে তুলতে বেশিরভাগ সময়েই ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। রোগীর অবস্থা সঙ্কটজনক হলে আইসিউতে সবরকমের সাপোর্ট দিয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ ব্যবস্থার মূল লক্ষ্য।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ