সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে মোহাম্মদীয়া প্লাজায় আগুন লাগার পর
ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
২৮/০৬/২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার মধ্যরাত ২.০০ টা সময় রিয়াজউদ্দিন বাজার মোহাম্মাদিয়া প্লাজার ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়
পরে সে আগুন পাশের রেজওয়ান কমপ্লেক্স ও ছড়িয়ে পড়ে।
নিহত তিন জনের পরিচয় সনাক্ত করা গেছে তারা হলেন মোহাম্মদ রেদোয়ান (৪৫) তার গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়ন পশ্চিম গাঁঠিয়া ডেংগা ৭ নাম্বার ওয়ার্ড তাজর পাড়া।
মোহাম্মদ সাহেদ (২৮) ইকবাল (২৬) একই উপজেলার মির্জারখীল কুতুব পাড়া
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান মধ্যে রাত ২.০০ দুইটা বাজে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে খবর পেয়ে আগ্রাবাদ চন্দনপুরা সহ বেশ কয়েক টি স্টেশনে ৮ টি ইউনিট কটনাস্থলে যায় পাশাপাশি দুটি মার্কেট।
প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা করে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে
ঘটনাস্থল থেকে প্রথমে একজনের মৃত্যুতে উদ্ধার করা হয় পরে
তিন জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয়
অতিরিক্ত ধোঁয়ার মাঝখানে পড়ে যাওয়ার কারনে তাদের শ্বাস প্রশ্বাস নিতে না পারায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডাক্তার।
তিন জনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়
মিউনিপ্লে স্কুল মাঠে সেখানে উপস্থিত ছিলেন
রাজনৈতিক সমাজিক ব্যবসায়ী কর্মচারী সহ হাজার হাজার মানুষ। জানায়ায় শরীক হয়ে মরহুমদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়
মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে মাগরিবের আযানের পূর্বে পৌঁছে যায় এবং নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।