মোহাম্মদ ছিদ্দিক
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
গত ২৮/০৬/২০২৪ ইং বন্দর নগরী চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ধোঁয়ায় তিন জনের মৃত্য হয়েছিল তারমধ্য একজন হচ্ছে মোহাম্মদ রিদুয়ানুল হক (৩৫) তাজর পাড়া সাত নাম্বার ওয়ার্ড পশ্চিম গাঁঠিয়া ডেংগা এওচিয়া সাতকানিয়া চট্টগ্রাম।
মোহাম্মদ রিদুয়ানুল হক চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে খুচরা একটি পানের দোকান করতেন ভাগ্যর কি খেলা সবকিছু এলো মেলো করে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে বাধ্য হয়ছে।
সেই পানের দোকানের ইনকাম দিয়ে কোনো রকম সংসারের হাল মেটাতো
মোহাম্মদ রিদুয়ানুল হক তার
মৃত্যুতে তার পরিবার আজ খুব অসহায় খাইয়ে না খাইয়ে কোন রকম দিন পার করতে বাধ্য হচ্ছে
আজ ০৮/০৭/২০২৪ ইং রোজ সোমবার
মোহাম্মদ রিদুয়ানুল হকের বাড়িতে সরে
জমিনে গেলে এমন তাথ্য তার পরিবার ও এলাবাসির সাথে কথা বলে জানা গেছে।
নিহত মোহাম্মদ রিদুয়ানুল হকের রেখে যাওয়া তার বৃদ্ধ বাবা শামশুল আলম (৭৩) মাথা মনোয়ারা বেগম (৬৩) তার স্ত্রী অবুঝ দুই টা কন্যা সন্তান রয়েছে একটির বয়স ৩ বছর একটির বয়স ১ বছর
নিহত রিদুয়ানুল হকের রেখে যাওয়া দুই টা কন্যা আজও জানেনা তাদের বাবা কোথায় গেছে এবং পূনরায় ফিরে আসবে কিনা তাও জানেনা এবং তাদের
কে আদর সোহাগ ভালবাসা স্নেহ মায়া দিয়ে কে করবে বড় এতিম এই ২ কন্যা সন্তান তাও জানেনা শুধুমাত্র তাদের বাবার ছবি নিয়ে খেলা করতে দেখা গেছে
নিহত মোহাম্মদ রিদুয়ানুল হক ও এলাকা বাসীর একটাই চাওয়া তারা যেন ডাল ভাত খেয়ে কোনো রকম চলতে পারে সেই ব্যবস্থা টুকু করে দেওয়া হোক
বিশেষ করে এলাকাবাসী জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যবসায়িক ও ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং নিহত মোহাম্মদ রিদুয়ানুল হকের পরিবার টিকে বাঁচাতে সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন তারা যেন কোনো রকম ডাল ভাত খাইয়ে বাঁচতে পারে।
গতকাল ০৭/০৭/২০২৪ ইংরেজি রোজ রবিবার নিহত মোহাম্মদ রিদুয়ানুল হকের মা এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর নিহত মোহাম্মদ রিদুয়ানুল হকের মৃত্যু নিবন্ধন করা হয় সাথে সাথে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আবু ছালে তাৎক্ষণিক ভাবে সম্পূর্ণ ফ্রিতে মৃত্যুর সনদ প্রদান করা হয় নিহত মোহাম্মদ রিদুয়ানুল হকের মাকে।