স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে সরগরম ও উৎসব মুখর পরিবেশ চলছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন দলে চলছে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার হিড়িক। এমতাবস্থায় চট্টগ্রাম বন্দর পতেঙ্গা ও ইপিজেড সংসদীয় ১১ আসনের জন্য ন্যাশনাল পিপলস পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মানবাধিকার কর্মী মুহাম্মদ আলী।
তিনি দীর্ঘদিন যাবত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নামক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব, এশিয়ান গ্রীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা ও এসোসিয়েশন অব এলিয়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম ডিস্টিক ১০২৪ এর জোন চেয়ারপার্সন হিসেবে অতি সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
এই সময় তিনি বলেন চট্টগ্রাম বন্দর ইপিজেড ও পতেঙ্গা এটি একটি শ্রমিক অধ্যূষিত এলাকা। এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে আমি এই ১১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করছি। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করে আমাকে মনোনীত করবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ