স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
এম এ আবদুল মোতালেব সিআইপি ঈগল প্রতীক ৩৯হাজার ১৪১ ভোট ও প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী নৌকা প্রতীক ১৪হাজার ৬১ ভোট পেয়েছে।
৭ই জানুয়ারী বিকাল ৪টায় লোহাগাড়ার ৬৭ টি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
জাতীয় নির্বাচন বিধি মোতাবেক সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আজ রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, লোহাগাড়ার ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান।
এনামুল হাছান জানান, লোহাগাড়ার ৬৭টি ভোট কেন্দ্রে ৫৩ হাজার ৮৬৭টি ভোট কাস্ট হয়েছে। তৎমধ্যে নৌকার প্রার্থী প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ১৪ হাজার ৬১ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক এমন,এ আবদুল মোতালেব সিআইপি পেয়েছে ৩৯ হাজার ১৪১ ভোট। ভোটের হার ২৪.০৯%।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর,লোহাগাড়ার পিআইও মাহবুব আলম শাওন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া ডিজিএম মোঃ শাহজাহান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্যা কর্মকর্তাবৃন্দরা।