আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্রগ্রাম নিউমার্কেট ও আমতল এলাকায় পুলিশ ও হকার উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষে ৫জন পুলিশ সদস্যসহ হকার ও সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা আহত হয়েছেন। সংঘর্ষে সিটি কর্পোরেশনের চারটি গাড়ি ভাংচুর হয়। আহতরা চট্রগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসধীন রয়েছেন ।
উল্লেখ্য গত ৭তারিখ সিটি কর্পোরেশন নিউমার্কেট ও আমতলায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিল। আজ সোমবার কিছু হকার ফুটপাতে অবস্থান নিলে জরিমানা, একবছরের জেল ও গ্রেপ্তার নিয়ে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এ সময় হকাররা মিছিল নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।সমাবেশে তারা বলেন, হকারদের পুনর্বাসন করে একপাশে বসতে দেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাবে।
একজন হকার বলেন,আমরা সামনে রমজান মাসে বেচা বিক্রি করে আয় করে থাকি। এদিকে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট বলেন, হকারমুক্ত অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের হামলায় অভিযান বন্ধ হবে না বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ