আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্রগ্রাম দোহাজারী দেওয়ানহাটে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটানাস্হলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়।
বৃহস্পতিবার (১৬ মে)বিকাল চার ঘটিকায় দোহাজারী পৌরসভা দেওয়ানহাট জাছিম কমিউনিটি সেন্টারের সামনে চট্রগ্রাম কক্সবাজার আরকান সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের সিএনজি চালিত অটোরিকশা চালক দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন।
নিহত ব্যক্তির বাড়ী সাতকানিয়া উপজেলা নলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাটিয়াডেঙ্গা আনিসের বাড়ীর আবু তালেব ড্রাইভারের ৩য় পুত্র মোহাম্মদ ফরহাদ।
নিহত মোহাম্মদ ফরহাদ নিজ গাড়ীর গ্যাসের জন্য যাওয়ার পথে সড়ক দু্র্ঘটনার কবলে পড়ে মৃত্যু বরণ করেন। দক্ষিণ চট্রগ্রামে চট্রগ্রাম কক্সবাজার আরকান সড়কে প্রতিনিয়ত সড়ক দু্র্ঘটনায় পঙ্গু বা মৃত্যু বরণ নিত্য ঘটনায় পরিণত।