্
আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্রগ্রাম লোহাগাড়া চুনতিতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিক বাস ও ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এতে পিকনিক বাসে থাকা ৮জন যাত্রী আহত হয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লোহাগাড়া চুনতি ইউনিয়নের হাজী রাস্তারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটানাস্হলে পিকনিক বাসের সাথে বিপরীত ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৮জন যাত্রী আহত হন। মুখোমুখি সংঘর্ষের পর ড্রামট্রাকটি উল্টে যায়। এতে স্হানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় পিকনিক বাস ও ড্রামট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন জানান,নোয়াখালী থেকে ৩টি বাস নিয়ে কক্সবাজার পিকনিকে গিয়েছিলেন তারা। কক্সবাজার থেকে ফেরার পথে ৩টি বাসের মধ্যে একটি বাস দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনা কবলীত বাসের সুস্থ যাত্রীরা পিকনিকের অন্য বাসে করে ঘটানাস্হল ত্যাগ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান,খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলীত পিকনিক বাস ও ড্রামট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।