আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার : সাতকানিয়া আসনের চট্রগ্রাম জেলা পরিষদ সদস্য ও চট্রগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব আবদুল আলীম এর নিজ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১মার্চ) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড খলিফা পাড়ায় চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল ২ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, কম্বলসহ বাড়ীর মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। চট্রগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম জানান, স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার গ্রামের বাড়িতে আসা যাওয়া করেন।গতকাল শুক্রবার সকালে এলাকায় এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে রাতে শহরে চলে যায়।শনিবার (২মার্চ) সকালে পাড়ার লোকদের মাধ্যমে জানতে পারি আমার বাড়ির দরজার লোহার গ্রীল কাটা অবস্থায় আছে। এ খবর পেয়ে দুপুরে বাড়িতে প্রবেশ করে দেখি বাড়ির দরজা ভেঙ্গে চোরের দল স্টীলের আলমিরা, সুকেস,পলসছাদ ভেঙ্গে তছনচ করে ফেলেছে।তিনি আরো জানান,চোরেরা ২ ভরি স্বর্নালঙ্কার,নগদ ৫০ হাজার টাকা,৪টি কম্বলসহ মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়। আমি এ ধরনের দুধর্ষ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করব। ঘটনা তদন্ত আসা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক খাইরুল হাসান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,চোরেরা বাড়ির সব জিনিসপত্র তছনচ করে ফেলেছে। চুরির ঘটনা জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)প্রিটন সরকার বলেন,চুরির ঘটনার খবর পেয়েছি।ওই বাড়িতে কেউ থাকতেন না। এ ধরণের ঘটনার অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ