নূরুল কবির,বিশেষ প্রতিনিধি:
সাতকানিয়ায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা, গাড়ি জব্দসহ নানাবিধ প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই সাতকানিয়া উপজেলা জুড়ে মাটি খেকোদের অপতৎপরতা। দিনের বেলা সুবিধা করতে না পেরে ইটভাটায় মাটি সরবরাহ করার জন্য গভীর রাতকে বেছে নিয়েছে মাটি খেকোরা। তবে খবর পেয়ে গভীর রাতে পৌঁছে গেছে ভ্রাম্যমাণ আদালত, দিয়েছে কারাদণ্ড।
শনিবার ১০ ফেব্রুয়ারি ভোর রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা, জুটপুকুরিয়া এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উৎপাদনশীল কৃষি জমির টপসয়েল কাটার সময় হাতেনাতে আটক সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশীরখিল এলাকার মৃত কালু মিয়ার পুত্র আবু তালেব ৪৫, একই এলাকার মৃত নজির আহম্মদের পুত্র মো ইছহাক ৪০ এবং মৃত শফিকুর রহমানের পুত্র ওমর আলী ৪৭ কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় সাতকানিয়া থানার পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, প্রতিদিন আমাদের অভিযানও চলমান আছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত আনুমানিক ৩ টায় অভিযান পরিচালনা করে কৃষি জমির উপরিভাগের মাটি টপসয়েল কাটার সময় হাতেনাতে আটক ৩ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মিল্টন বিশ্বাস।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ