আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে সিএনজি চালক মারা গেছেন। অটোরিকশায় কোন যাত্রী ছিল না বলে জানা গেছে।নিহতের বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীনগর এলাকার মফিজুর রহমানের পুত্র চালক আব্দুস সবুর।
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী খোরশেদ বলেন, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে সিএনজি গাড়িটি ঘোরাতে গিয়ে ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে গাড়ীতে বসা চালক ও সিএনজি গাড়ীতে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়।