মাহমুদুল হাসান লিমন
ব্যুরো প্রধান নরসিংদী ।
১ মে বুধবার দুপুর ২.০০ থেকে ৪.৩০ পর্যন্ত তোফ্ফাতুল উলূম মাদ্রাসা। কোচেরচর, মনোহরদী, নরসিংদী। এর উদ্যোগে মনোহরদির হাতিরদিয়া বাজারে চলমান তাপদাহে সাধারণ জনগণ এবং দিন মজুর, অটু চালক, রিকশা চালক, ট্রাক ডাইভার, ইত্যাদি সকলের স্বাস্থ্য সুরক্ষায় উন্মুক্ত বিশুদ্ধ পানি ও শরবত বিতরন হয়। এ সময় তোফফাতুল উলুম মাদ্রাসা’র শিক্ষক এবং ছাত্র তারা সকলে মিলে। মনোহরদি’র হাতিরদিয়া বাজারে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন। সাধারণ মানুষ বিশুদ্ধ পানি ও শরবত পেয়ে তারা অনেক আনন্দিত।
এ সময় তোফফাতুল উলুম মাদ্রাসা’র সম্মানিত মোহতামিম হযরত মাওলানা মুফতি আলি হাসান বলেন, তীব্র দাবদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক থেকে শুরু করে যাদের কায়িক পরিশ্রম হয় তারা যেন অতি সহজেই তাদের থেকে পানি ও শরবত পান করেন। এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারী যেন খাবার স্যালাইন খেতে পারে সে ব্যবস্থাও রয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মুফতি ইসহাক মাহমুদ, জনাব নাঈম আকন্দ, জনাব আলম সরকার ও অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।