মহসিন আলম মুহিন
চলে গেলো! এভাবেই চলে ঘড়ির কাঁটা কখনও শব্দ করে, কখনও সাদা মাঠা, যায় না বেঁধে রাখা, কোন কিছুতে শুধু তার পাতা জুড়ে থাকে-স্মৃতি মাখা।।
পুরাতনের বিদায়! নতুনের আগমন! বর্ষবরণে নানা আয়োজন-কেউ গায় হাসি মুখে-আবার কেউ কাঁদে হারিয়ে কিছু দুঃখে।।
গত বছর ছিল যে স্বজনেরা আজ তারা মাটির ঘরে! কাফনে মোড়া, আবার কারো কারো ঘর আলো করে আসে, আসবে নতুনেরা।।
জানান দিয়ে যায় সেকেন্ড-মিনিট-ঘন্টা, রাত দিন তোমাদের মাঝে থেকে আমিও যেমন কালের গহ্বরে বিলীন-তুমি, আমি, আমরা, কেউ রবো না চিরদিন! হবো অন্তরীণ।।
এক একটি বছর যেন এক একটি হিসাবের খাতা, কত টুকু প্রাপ্তি কতটুকু খোয়া গেলো, পূর্ণতা নাকি হিসাবের গরমিলে ভরে থাকলো-হাজারো শূন্যতা।।
কেউ হারায় ক্ষমতার গদি, কেউ নতুন করে ঝেকে বসে, কোথাও কোথাও সমরের সাজ-মানবতা যায় ধ্বসে! কারো কারবারে আলো জ্বলে ভালো, কারো কারবার শেষ, সময়ের সাথে তাল মিলে চলা হয় কারো ভালো-হয় না কারো বেশ।।
পুরোনো স্মৃতি বুকে নিয়ে আগামীর পথচলা সময়ের সাথে পাল্লা দিয়ে সুন্দর কাজ সুন্দর কথা বলা, নতুন ভাবে, নতুন পথ চলা।।
থামবে জীবন, হারাবে আপন, চলবে, দেখবে, নতুন নতুন অভিনয় শুধু থামবে না চলতে থাকবে-চলমান সময়।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯