স্টাফ রিপোর্টার।। বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামের অলি উদ্দিন মাতুব্বরের পুত্র চিহ্নিত মাদকসম্রাট স্পিডবোট ও মোটরসাইকেল চালক ইয়াসিন মাতুব্বর সহ তার চার সহযোগীকে ২৬ কেজি গাঁজা সহ চাঁদপুর হরিনায় নৌ পুলিশ গ্রেফতার করেছে।
২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এসআই মোঃ জহির উদ্দিন, এসআই মিঠুন বালা, এএসআই রিয়াজুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল চাঁদপুর সদর থানাধীন বাঁশগাড়ি খালের মূখে মেঘনা নদী হতে একটি স্পিডবোট ও ২৬ কেজিঁ গাঁজা সহ ৪ জন মাদক কারবারি আটক। জব্দ করা হয়েছে মাদক বহনকারী স্পিডবোড। তাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রীয়াধীন আছে।
গ্রেফতারকৃত অন্য আসামীরা চর কুশুরিয়া গ্রামের ইলিয়াস, সাইফুল মাতুব্বর ও শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার তোফাজ্জল গাজীর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক গাজী।
অভিযান পরিচালনার সময় ইয়াসিনের সহচর ও চাচাতো ভাই স্পিডবোট থেকে নদীতে ঝাপ দিয়ে এখনো নিখোঁজ।
বিভিন্ন সূত্রে জানা যায় বরিশাল জেলার মাদকসম্রাটের কয়েকজনের মধ্যে অন্যতম ইয়াসিন ও তার সহযোগীরা।
ইয়াসিন মাতুব্বর হিজলা সহ জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদকের রমরমা বাণিজ্য করে আসছে।
এছাড়াও এই মাদক ব্যবসার অন্তরালে রয়েছে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
তাও প্রকাশ করা হবে মাত্র কয়েকদিনের মধ্যেই।
ইয়াসিনের গ্রেপ্তারের সংবাদের মাদক সেবন করে বিপথগামী সন্তানের বাবারা আজ স্বস্তিতে।
চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ