কে এম বেলাল
প্রতিনিধি পাথরঘাটা, বরগুনা।
বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, টেন্ডার বাজি, সন্ত্রাস লুটপাট ও চাঁদা না দেওয়ায় নাসির নামে এক ব্যবসায়ীকে অতর্কিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে মার্চ) জোহরের নামাজ বাদ বাংলাদেশ জামায়েত ইসলামী পাথরঘাটা পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ শে মার্চ) বিকেলে নাসির নামে এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে।
পাথরঘাটা পৌর শাখার জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি পাথরঘাটা কে এম স্কুলের মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে বাজারের বিভিন্ন অলিতে গলিতে প্রদক্ষিণ করে পরবর্তীতে কে এম মাঠে এসে সভাপতির বক্তব্যর মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী পাথরঘাটা পৌর শাখার সভাপতি মাওলানা বদলুর রহমান বলেন, গত ৫ই আগস্ট এদেশের লেডি ফেরাউন সন্ত্রাসের জননী পালিয়ে যাওয়ার পরে আমরা মনে করেছিলাম এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়ে গেছে। তবে না এখনো পাথরঘাটায় চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডার বাজি লুটপাট অব্যাহত রয়েছে। এ সময় পাথরঘাটা পৌরসভা বাসিকে আশ্বস্ত করে তিনি বলেন ওই সন্ত্রাসীরা যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি করবে আমরা একতাবদ্ধ হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে সন্ত্রাসীদেরহ প্রতিহত করব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ