আরিফুল কুষ্টিয়া প্রতিনিধিঃ তিন দফা দাবীতে প্রজন্ম'৭১ কুষ্টিয়ার উদ্যোগে ১৫ জুলাই সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। প্রজন্ম'৭১ কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ৩ দফা দাবী মানতে হবে। ১. রাজাকারের উত্তরসূরীদের সরকারী চাকুরীতে অযোগ্য ঘোষণা করতে হবে ২. যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। ৩. রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারন করেন প্রজন্ম'৭১ এর নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ