মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি: চালের টিন ও লোহার গ্লীল কেটে সেলিং ভেঙে দড়ি দিয়ে ঝুলে দোকানে ঢুকে ৪ লাখ টাকার ওষুধ ও ক্যাশ ভেঙে নগদ ১ লাখ চুরি করে নিয়ে গেছে চোর। মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারীর সৈয়দপুরে শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়কের জমজম ফার্মেসীতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারী) সকালে দোকান খুলে চুরির বিষয়ে জানা যায়।
ফার্মেসীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, চোররা মুখোশ পরিহত ছিল। যা দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তারা পেছন দিয়ে চালে উঠে টিন ও এঙ্গেল কেটে নেমে সিলিংয়ের প্লাস্টিকের পাটাতন সরিয়ে দড়ি ঝুলিয়ে তা দিয়ে দোকানের ভিতরে ঢুকেছে। ক্যাশবাস্ক ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৪ লাখ টাকার দেশী-বিদেশী ওষুধ চুরি করছে।
তিনি বলেন, সকালে দোকান খুলেই দেখি সব এলোমেলো। উপরের দিকে তাকাতেই চোখে পড়ে সিলিং ও চালের টিন ফাঁকা। এতেই বুঝতে পারি চুরি হয়েছে। সাথে সাথে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করলে সৈয়দপুর থানার এস আই গোপাল চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলা করা হবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, চুরির ঘটনা জানতে পেরে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ফার্মেসী মালিক লিখিত অভিযোগ করলে আমরা পদক্ষেপ নিবো। ইতোমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। যতদ্রুত সম্ভব এই চুরির রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ