আব্দুস সালাম মিন্টু!
নারায়ণগঞ্জ: শিক্ষার্থীদের শান্তিপূর্ন কোটা আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং ৯দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে চাষাঢ়ায় জড়ো হয়।
পরে, সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কের কিছুটা প্রদক্ষিন করে আবারো চাষাঢ়ায় এসে শেষ হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, চাষাঢ়া গোল চত্বরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলো শিক্ষার্থীরা। পরে, তারা ২নং রেল গেটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ডলপাড়া পুল হয়ে আবারো চাষাঢ়া এসে জড়ো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে আমাদের নিরিহ ভাইদের হত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। আমার ভাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
এদিকে, চাষাঢ়া পুরোটাই বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ন্ত্রেনে থাকার কারণে যান চলাচল অনেকটাই থমকে গেছে। অনেকে তাই বিকল্প বিভিন্ন রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ