মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) থেকে :
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে চিরিরবন্দর উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’ ২০২৪ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক , মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, স্যানিটারী ইন্সপেক্টর মঞ্জিল হোসাইন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতা সহ বিস্তারিত তুলে ধরেন, ডা: রেহনুমা নাজনীন জুথি ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকারীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসনাত রবিন বলেন, এইচপিভি ক্যাম্পেইন রেজিস্ট্রেশন অনুযায়ী উপজেলায় ১৮ হাজার ৭৪৩ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। দেশব্যাপীর ন্যায় উপজেলাতেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহন করতে পারবে। স্থায়ী টিকাদান কেন্দ্রসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে।