মোঃ আসলাম আলী আঙ্গুর চিরিরবন্দর ( দিনাজপুর ) থেকে
চিরিরবন্দরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চিরিরবন্দর থানার পুলিশ ।
শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রেল স্টেশন ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে থেকে ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের ভিতরে ড্রাইভারের সিটের পিছন হতে ১০০ কেজি গাঁজাসহ ( ৩৪ প্যাকেট) ড্রাম ট্রাক জব্দ করে পুলিশের একটি টহল দল। এসময় মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন – দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১) একই এলাকার সাইফুদ্দিন ওরফে সাহেব এর ছেলে রেজাউল করিম (৪৫) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকিপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় একটি ড্রাম ট্রাককে আটক করে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১৫ টাকা। আটককৃতদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। মামলা নং ২৮/২০৫