মোঃ আসলাম আলী -চিরিরবন্দর ( দিনাজপুর ) থেকে: চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।
বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
চিরিরবন্দর – খানসামা- ৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
তিনি বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এই সময় উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।