মোঃ আসলাম আলী আঙ্গুর -চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার সময় পরিবেশে অধিদপ্তরের গাড়ি ভাংচুর করেছে ইট ভাটার শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামে এম এইচ বি ভাটায় এ ঘটনা ঘটে । হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া গ্রামে এম এইচ বি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান শুরু করলে ইটভাটার মালিক সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেনর লোকজন দায়িত্বরত অফিসারদের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর করায় একজন কে আটক করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক বলেন, চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে পুলিশ সদস্য সহ ৬ জন আহত হয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, আমরা কয়েকদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এম এইচ বি ইটভাটা গিয়ে প্রথম কাগজ পত্র দেখাতে বলি তারা পরিবেশের কোন কাগজপত্র দেখাতে না পারলে ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুড়িয়ে দেয়ার সময় অতর্কিত ভাবে ভাটার ইট দিয়ে ঢিল মারে ভাটায় কর্মরত শ্রমিকরা এসময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাংচুর করে এবং পুলিশ ৬ জন আহত হয়। এর আগে আরো দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করা করে ।
এ বিষয়ে জানতে জেএসবি ইটভাটা মালিক সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।