চিরিরবন্দর ( দিনাজপুর ) থেকে
দিনাজপুর চিরিরবন্দরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চিরিরবন্দর থানার পুলিশ।
শুক্রবার রাত প্রায় সাড়ে ১০ দিকে উপজেলা পুনটি ইউনিয়নের তুলশীপুর সুইসগেটের সামনে থেকে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত গোলাম মোস্তফা (৪২) দিনাজপুর সদর উপজেলার সংকর পুর ইউনিয়নের মনিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১০ নং পুনটি ইউনিয়নের আমতলী তুলশীপুর সুইসগেটের পাশে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গোলাম মোস্তফাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ৮৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ গোলাম মোস্তফাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।