শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতালটি দিনাজপুরের বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ এপ্রিল বুধবার বিকালে বীরগঞ্জের বিজয় চত্বরে বীরগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে এক বিশাল মানববন্ধন হয়েছে।
এসময় ইমরান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জেমিয়ান রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জ প্রতিনিধি ও প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক আবু বক্কর সুমন, ফাস্ট বীরগঞ্জ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি তোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ প্রতিনিধি মুফতি মোঃ নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি, জাগরণ ব্লাড ব্যাংকের সভাপতি নাইম ইসলাম, বীরগঞ্জ সেচ্ছাসেবী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা আর বৈষম্য থাকতে চাই না। ভৌগোলিক অবস্থার কারণে বীরগঞ্জ মধ্যস্থল। বীরগঞ্জ থেকে উত্তরবঙ্গের সকল বিভাগ ও সকল জেলার যোগসুত্র আছে। নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রাণীসংকেলসহ সকল থানার সাথে ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ভালো। ১০ মাইল নামক এলাকা থেকে ২৮ মাইল এলাকার মধ্যে হলে উত্তরবঙ্গের মধ্যে হাসপাতাল হবে। এই এলাকায় হাসপাতাল টি নির্মিত হলে প্রায় ১ কোটি মানুষের চিকিৎসার চাহিদা মেটানো সম্ভব হবে। রাতে বা দিনে হোক যানবাহনের মাধ্যমে যাতায়াত সহজ। ভালো চিকিৎসা পাওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি বীরগঞ্জে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন।