মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় চুরি হওয়া একটি গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে আনসার ভিডিপি সদস্যরা পরে থানা পুলিশকে হস্তান্তর।
রবিবার (১৯ নভেম্বর) দিনগত ২.৩০ মিনিটে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। পরবর্তীতে ইউনিয়ন লিডার মহাদেব রায়, ভিডিপি সদস্য আঃ হান্নান ও জিকরুলসহ কয়েকজন সদস্য খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে ভোর ৫.৩০ মিনিটে উপজেলার জয়গঞ্জ খেয়া ঘাটের মাঝখান থেকে গরুসহ একজনকে আটক করে।
আটককৃত চোর হলেন পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার বড় বোচাপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মো. সাজু ইসলাম (২০)।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, আমার জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী পিভিএম মহোদয়ের দিক নির্দেশনায় সংগঠনটি গতিশীল হয়েছে। তারই ফলশ্রুতিতে অভিযানটি বাস্তবে রূপ নেয়। সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, গভীর রাতে আনসার-ভিডিপির সহায়তায় গরুসহ চোরকে আটক করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু সংক্রান্তে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ