দ্বীপক চন্দ্র সরকার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে আসছে ২১ শে মে নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পপতি, সমাজসেবক, সৎবিনয়ী ও উচ্চ শিক্ষিত আসাদুজ্জমান নয়ন (এম.বি.এ) —কে দোয়াত কলম প্রতীকের পক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলা নারান্দিয়া ইউনিয়নে হিরণপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে গতকাল রাত ৮ টার দিকে বাজারে চাউল মহল মাঠে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাজার কমিটির সভাপতি প্রবীন নেতা মোঃ আব্দুল মজ্জি খান এর সভাপতিত্বে এবং কামাল শেখ, আব্দুর রহমান, সুলতানের যৌথ উপস্থপনায় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রীত অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন— সকলের প্রিয় মুখ দোয়াত কলম প্রতীকদের প্রার্থী আসাদুজ্জমান নয়ন, তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তাহালে একটি মানুষের ক্ষতি করবো না, আমার বিশ্বাস এই এলাকায় ভোট দিবে কাষ্টিং ভোটের ৯০% ভোট আমি পাব এবং বিজয় হব ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের পরিচিত, আমি কৃষকদের সন্তান ব্যবসা বাণিজ্য করে আল্লাহ্ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমার আর চাত্তয়া পাত্তয়ার কিছু নেই, আমি কথা দিচ্ছি আপনাদেও সুখে দুঃখে পাশে হোক বাকীটা জীবন সেবা করতে চাই, আপনারা আগামী ২১ শে মে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচীত করেন, আল্লাহ সাক্ষী রেখে বলছি উন্নয়নের একটি টাকাও আমি নেব না আপনাদেরকে ছোট করবোনা, আপনারা যারা আমার সাথে রয়েছেন তাদেরকে যাতে কেউ বলতে না পােও নয়ন কি বলেছিল, এখন কি করছে । আপনাদের মাথা নত হবে না সংসদ সদস্য সৎ মানুষ তিনি সারাজীবন রাজনিতি করেছেন মানুষের জন্যে তিনি কেন্দ্রীয় নেতা, পূর্বধলা উন্নয়নের জন্য সারাক্ষণ স্বপ্ন দেখেনে তিনি আমার অভিভাবক আমি তারা সাথে সমনয়করে, উপজেলা রাস্তা ঘাট, ড্রেন, কালাবাড, সহ যাবতীয় কাজ করে পূর্বধলা উপজেলা নেত্রকোণা জেলার উন্নয়নের সেরা উপজেলা পরিণত করতে চাই, এতে যদি সরকারী বাজেটের টাকা না হয়, তাহালে আমার নিজের তহবীল হতে লাগিয়ে বাকী কাজ সম্পূর্ণ করবো যাতে আগামী পাঁচবছর পর কোন উন্নয়ন কাজ করতে হবে না ইনশাল্লাহ পাশাপাশি মদ, জুয়া, মাদক, ভূমিদস্য, সন্ত্রস, চাঁদাবাজি মূক্ত কেও একটি স¥াার্ট বাংলাদেশ — বিনিমানে একটি স্মাাট পূর্বধলা উপজেলাকে মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ্। এ সময় প্রার্থীর ব্যক্তব্য শুনে উপস্থিত সকলে হাত তুলে সমথর্ন জানান, এবং দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে শ্লোগানে মুখরিত করে তখন আলোচনা সভায় এক মিলন মেলায় পরিণত হয়। এছাড়া ও তিনি পূর্বধলা উপজেলায় নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় নির্বাচনী আলোচনা সভায় নয়নের এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের সহযেগিতার দিক তুলে ধরে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীন নেতা এডঃ আজাহারুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আব্দুল কদ্দুছ বেপারী, জননেতা মাজাহারুল ইসলাম মাসুম, আব্দুল রশিদ মন্ডাল, মোয়াজ্জোম হোসেন খান, আবুল খান, ইসলাম উদ্দিন, বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান তালুকদার মোশারফ এছাড়াও বক্তব্য রাখেন বাজারে ব্যবসায়ী স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে চেয়ারম্যান প্রার্থী নয়ন বাজােও নিবাচনীর্ অফিসে বিভিন্ন শ্রেণী পেশায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁরা বন্ধু বান্ধব সাংবাদিক মোঃ আজিজুরর হমান আকন্দ শাহ্জাদা, ব্যবসায়ী মিলন সহ বন্ধু—বান্ধব নিয়ে চা—চক্তের আয়োজনে একান্ত সাক্ষাতে মিলিত হন।