মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।চট্টগ্রাম নগরীতে চোরাইকৃত মালামাল বিক্রির টাকা দিয়ে নোহা মাইক্রোবাস ক্রয় করা নুরুল হক বাবু (৩০) নামে চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।এ সময় তার হেফাজতে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।আজ সোমবার (৪ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে আরও জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ভোর ৬ টার মধ্যেবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/ চোরেরা ঘটনাস্থল চান্দগাঁও আবাসিক, বি-ব্লক, রোড নং-১, শাখাওয়াত ভিলা, বাসা নং-৪৯১, ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে।এ সময় তারা নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ০১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।এ মর্মে বাদী মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের এজাহারের ভিত্তিতে নং-৩৫ (০২)২৪ রুজু হয়।চান্দগাঁও থানার মামলা মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁনসহ চান্দগাঁও থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গত ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়।আসামি নুরুল হক বাবুকে পুলিশ রিমান্ডে নেওয়া হলে সে মামলার ঘটনায় চুরি করা টাকা, স্বর্ণালংকার বিক্রয় করে ১টি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস ক্রয় করেছে বলে স্বীকার করে।পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ২ মার্চ চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকা হতে আসামির সনাক্তমতে চোরাইকৃত মালামাল বিক্রির টাকায় ক্রয় করা মাইক্রোবাস গাড়ীটি জব্দ করা হয়।চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, আসামি নুরুল হক বাবু এতদসংক্রান্তে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামি একজন প্রখ্যাত সিধেল চোর। তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় একাধিক সিধেল চুরির মামলা রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ