স্টাফ রিপোর্টার: অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের অভিযানে নেত্রকোণায় চোরাই অটোরিকশা উদ্ধার সহ সোহেল মিয়া ওরফে শুভ নামে এক চোরকে গ্রেফতার করেছে নেত্রকোণার মডেল থানা পুলিশ। নেত্রকোণা মডেল থানাধীন কুরপাড়স্থ মাজু মীর ফিলিং স্টেশন এর পেছনে খালি জায়গা থেকে গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা চোরাই অটোরিকশাটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল মিয়া ওরফে শুভ (২৫) নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় অটোরিকশার মালিক নেত্রকোণা জেলাধীন আটপাড়া থানার শ্রীপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আঃ হাই লক্ষীগঞ্জ বাজারে মদন — নেত্রকোণা গামী পাকা রাস্তার উপর দক্ষিণ পাশে রেখে একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে রাস্তায় এসে দেখে তার অটোরিকশাটি নাই। অনেক খুঝাখুজির পর না পেয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা রজ্জু করে। সদর থানার মামলা নং ১৮, তাং ১৩/০২/২৪, ধারা —৩৭৯ পেনাল কোড। পুলিশ বাদীর আবেদন এর পরপরই দ্রুত অভিযান চালিয়ে নেত্রকোণা মামলার তদন্তভার এস আই নজিবুল হক এর উপর অর্পণ করা হয়। এস আই নজিবুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে মঙ্গবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ ঘটিকায় আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক নেত্রকোণা জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায়, সদর সার্কেল শাহ শিবলী সাদিক ও আমার তত্ত্বাবধানে এস আই নজিবুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০.৪০ ঘটিকার সময় নেত্রকোণা মডেল থানাধীন মদন সিএনজি স্ট্যান্ডস্থ মীর ফিলিং স্টেশনের পিছনে খালি জায়গা থেকে আসামি সোহেল মিয়া ওরফে শুভ (২৫), কে তার হেফাজতে থাকা চোরাই অটো রিক্সাসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে বাদী আঃ হাই উদ্ধারকৃত অটোরিকশাটি তার নিজের বলে সনাক্ত করে। চোরাই অটোরিকশাটির আনুমানিক মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।