মামুন- চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন চৌহালী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসের প্রথম সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে, সূর্যোদয়ের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি কার্যক্রম শুরু করেন। এর আগে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুব হাসান এবং উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার প্যারেড পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক সরকার , উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,( মহিলা) নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাফসান রেজা, চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, প্রাণিসম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মৎস্য দপ্তরের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফিক সহ প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।