নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফকির হাট হয়ে কক্সবাজার শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা পূর্বে প্রধান শিক্ষক এস এম ইউসুফ সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষা সফর শিক্ষার অংশ উল্লেখ করে বলেন, শিক্ষা সফরের মাধ্যমে মানুষকে অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান—বিকাশের সুযোগ পায়। শিক্ষার সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ, জাতির ইতিহাস ও ঐতিহ্য গড়ার। তিনি আরো বলেন, দেশপ্রেমের অন্নেষনে শিক্ষা সফর বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করার মাধ্যমে ছাত্র—ছাত্রীরা নিজেদের কুষ্টি সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে প্রত্যন্ত অঞ্চল। এছাড়া তাদের মনের মধ্যে দেশাত্মবোধক চেতনা জাগ্রত করে। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, উম্মে সালমা, তাসমিন আক্তার, জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন, রিনা আক্তার, কাওসার আক্তার, বিদ্যালয়ের সহ সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।