বিকাল বার্তা প্রতিনিধি>
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনা বাহিনীর একটি টহল টিম। শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বাড়ির মালিক আছকন্দর আলীর পুত্র মো. তুরন মিয়া পালিয়ে যায়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, নগদ ১ লাখ ৭ হাজার ৮০০শত টাকা, ছুরি ০৩ টি, ল্যাপটপ (Dell) ০১টি, বাইনো ০১ টি, বাটন মোবাইল ০৩ টি, এ টি এম কার্ড ১৩ টি, পাসপোর্ট ০২ টি, মাটুল ০১ টি, রামদা ০৫টি, টেটা ০২টি।
এ ব্যাপারে মেজর আল জাবির মোহাম্মদ আসিফ বলেন উদ্ধারকৃত অস্ত্র, টাকা ও মালামাল ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ