সৈয়দপুর থেকে এরশাদ হোসেন পাপ্পু:
নীলফামারী প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত ছাত্র-গার্মেন্টস শ্রমিক সাজ্জাদ হোসেনের নীলফামারীর সৈয়দপুরে পাঠানপাড়ায় পরিবারের সদস্যদের সাথে দেখা করে, পরে হাতিখানা কবরস্থানে কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুরে এসে তারা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ সাজ্জাদের হাতিখানা কবর জিয়ারত করেন।
এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাক শাহীন আকতার, জেলা ছাত্রদলের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক মো. রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রংপুরের ৪ শহীদের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেন ঢাকায় লেখাপড়ার পাশাপাশি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে শহীদ হলে সেখান থেকে সৈয়দপুরে গ্রামের বাড়িতে এনে হাতিখানা কবরস্থানে তাকে দাফন
করা হয়।