স্টাফ রিপোর্টঃ দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে ছাএ জনতার আনদোলনে মুক্ত ভাবে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। তাই বলে লড়াই শেষ হয়ে যায়নি তারেক জিয়ার হাত কে শক্তি শালী করতে হলে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে আনদোলন সংগ্রামের ঝাপিয়ে পড়তে হবে।
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরায্য বিএনপির ৩ বারের সাবেক সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান এর বাংলাদেশ আগমন উপলক্ষে দেওয়া মৌলভীবাজার জেলা বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুজ্জামান বায়েছ উপরোক্ত কথা গুলো বলেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সদস্য সাবেক সহ সভাপতি আঃ মুকিত, সদস্য ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, আহবায়ক কমিটির সদস্য, মোশাররফ হোসেন বাদশা, হেলু মিয়া, মুহিতুর রহমান হেলাল, মতিন বক্স, মনোয়ার আহমদ, বিএনপি নেতা সৈয়দ মমসাদ আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, তরুণ দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা সভাপতি রাসেল আহমেদ সাগর, এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস,জিজাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।