জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেজের আলী (৬৫) নামের নিজের বাবাকে কোদাল দিয়ে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে রাখার ঘটনায় দীর্ঘ ৫ মাস তদন্তের পর তার একমাত্র পুত্র আনোয়ার হোসেন ওরফে আনারুল (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৩০ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আসামী আনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই অফিসে নিয়ে আসলে হত্যার সমস্ত ঘটনা স্বীকার করেন তিনি। রবিবার (৩১ মার্চ) দুপুর ২ টার সময় কুষ্টিয়া চৌরহাস কুমারগাড়া এলাকায় অবস্থিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অফিসে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ার। পিবিআই সূত্রে জানা যায়, গত ০৭/১০/২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া দৌলতপুর থানার সংগ্রামপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন ভুট্টা ক্ষেতে খেজের আলী (৬৫) এর ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। থানা পুলিশ লাশ উদ্ধারের পর নিহত খেজের আলীর ভাই নাজির আলী বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-০৮/১০/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড । থানা পুলিশ মামলার কোন কূল কিনারা না পেয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে তদন্তের জন্য মামলাটি পিবিআইকে হস্তান্তর করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ