আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
গতকাল শনিবার বাদ মাগরিব আমলশীদ দীঘিরপার কুশিয়ারা নদীর বেড়িবাঁধের পাশ থেকে জুবায়ের আহমদ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।নিহত জুবায়ের আহমদ জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের জাকির হোসেনের বড় ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানান, নিহত জুবায়ের আহমদ মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ভাই দেলোয়ার হোসেন ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে কুশিয়ারা নদীর বেড়িবাঁধের পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা রক্ত ও লাশ দেখে মসজিদের মাইকে মাইকিং করে এবং ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন নসির বলেন, ঘাতক দেলোয়ার হোসেনের বাড়ি আমলশীদ এলাকায় হলেও ছোটকাল থেকে সে তার পিতা মাতা সাথে সিলেট শহরেই থাকে। আমলশীদ গ্রামের বাড়িতে তাদের কোন ঘর-বাড়ি নেই। বিগত কয়েক মাস থেকে আমলশীদ এলাকায় এসে চাচার ঘরে থাকতো। এই থাকার সুবাদে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে জুবায়ের আহমদ কে দ্যা দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের মুখে, মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ জানান ঘটনার খবর পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সহায়তা দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য পাওয়া যাবে। এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।এমন ন্যাক্কার জনক ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সচেতন নাগরিকরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ