আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
আজ দুপুরে গিয়েছিলাম
৬৭বছের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ফয়জুল উলুম মোহম্মদীয়া ঈদগাহ বাজার মাদ্রাসায়।
এটি জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত ঈদগাহ বাজার এলাকায়।জকিগঞ্জের পুরনো ঐতিহ্যবাহী কয়েকটি প্রতিষ্ঠান মধ্যে একটি।দুর্ভাগ্যজনক হলেও সত্য মাদ্রাসাটি এখনো দাওরায়ে হাদিসের ক্লাস চালু করতে পারেনি!
তবে হিফয বিভাগের প্রধান হাফিজ মাওলানা আল আমিনের পরিচালনায় হিফয বিভাগের ছাত্ররা আশার আলো ছড়াচ্ছে। তারা বার বার স্থানীয় প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে।প্রায় ১৫০ জন ছাত্রের মধ্যে প্রতি বছর ১০/১৫ জন হিফয সম্পন্ন করছেন।
হিফয বিভাগের প্রধান হাফিজ মাওলানা আল আমিন এক সংক্ষিপ্ত ব্রিফিংগে এসব তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক বিকাল বার্তার জকিগঞ্জ প্রতিনিধি ও জেড টিভির প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ শাকির, জামিয়া দারুল উলুম ঈদগাহ বাজার মাদ্রাসার হিফয বিভাগের প্রধান হাফিজ মাওলানা আল আমিন,খাজাখালু সিলেট মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আহমেদ মুছা, চারখাই ইন্টার ন্যাশনাল মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলানা মুনাইম আহমদ,ঈদগাহ বাজার মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা সামছুদ্দিন প্রমুখ।