আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে: গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলিতে ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি অটোরিকশা (টমটম) চালক কর্তৃক একজন লেবারের গায়ে আঘাত লাগাকে কেন্দ্র করে খাসেরা ও মাতারগ্রাম বাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে রাতে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এতক্ষণে প্রায় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়।জানা যায়, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলির একটি দোকানের সামনে ট্রাক থেকে কিছু লেবার মালামাল নামাচ্ছিল, এমন সময় একটি টমটম গাড়ী এসে মালবহনকারী একজন লেবারের গায়ে ধাক্ষা দেয়। পরে লেবাররা ঐ টমটম চালকের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে টমটম চালককে লেবারগন এখান থেকে বের করে দেন। পরে খাসেরা গ্রামের টমটম চালক তার অন্যান্য সাথিদের নিয়ে এসে মাতারগ্রামের ঐ লেবারসহ কয়েকজনের সাথে মারামারি করে। পরে বাজারের নেতৃস্থানীয়রা রাত ৯ টার মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ সন্ধ্যার পরপরই উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে পাল্টাপাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের লোক ও পথচারি সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত, কয়েকটি গাড়ী ভঙচুর ও দোকানে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাজার কমিটির দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ বসে মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ চৌধুরী, জামায়াত নেতা জুবায়ের আহমদ সহ নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, পরে প্রশাসন ও বাজারের নেতৃবৃন্দের হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে বসে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ