আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
অনুরাধা সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিভাগীয় প্রতিযোগিতায় নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেন। সে জকিগঞ্জের ৪নং খলাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত মুলিকান্দি গ্রামে জন্ম গ্রহন করেন।মা শিউলী রানী রায়। তিনি মুলীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।অনুরাধা সরকার মুলিকান্দি সরকারি প্রাথমিকবিদ্যালয়ের একজন ছাত্র। সে নৃত্যগুরু জসীম উদ্দিন স্যারের তত্ত্বাবধানে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে। তার সাফল্যে নৃত্যগুরু জসিম উদ্দিন দেশবাসীর কাছে দোয়া সহযোগিতা চেয়েছেন।সে নৃত্যের পাশাপাশি আবৃত্তি, গান এবং চিত্রাঙ্কনেও পারদর্শী।
সে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর প্রতিযোগীতায় বিদ্যালয় থেকে ইউনিয়নে, উপজেলা থেকে জেলা, এরপর জেলা পেরিয়ে বিভাগে পৌঁছান এবং বিভাগীয় প্রতিযোতায় অংশ নিয়ে সিলেট বিভাগেীয় প্রতিযোগীতায় জাতীয় প্রাখমিক শিক্ষা পদক ২০২৪ এ প্রথম স্থান অর্জন করেন। সে আগামীতে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে সাফল্যের ভূমিকা রাখবে বলে আশাবাদী।
সে জকিগঞ্জের জনপ্রিয় অনলাইন মিডিয়া Ztv online এ গান গেয়ে সাড়া পেয়েছিল। এর আগে ঢাকা শিল্পকলা একাডেমি আয়োজিত দলীয় নৃত্যে সেরা পারফর্ম করায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান সাহেবের হাত থেকে সে ও বান্ধবী সুগুপ্তা মালাকার পুরষ্কার গ্রহন করেন।তার পছন্দ বান্ধবী সুগুপ্তা মালাকার হৃদির সাথে ঘুরে বেড়ানো ও আড্ডা দেওয়া।
সে সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সিইও জনাব আব্দুল ফাত্তাহ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ও উজ্জল ভবিষ্যত কামনা করছেন