আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে রবিবার বিকাল ২ টার দিকে গ্রেফতার করা হয়েছে।
জকিগঞ্জ থেকে র্যাব পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। তবে তাঁকে গ্রেফতারের বিষয়ে অফিশিয়ালি কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।