আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ(সিলেট) প্রতিনিধি।
জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের টুকের বাজার এলাকায়
আব্দুল হালিম নামের এক কুয়েত প্রবাসীর হাঁসের খামারে দুর্বৃত্তরা বিশ প্রয়োগের মাধ্যমে প্রায় ৩৫০টি হাস হত্যা করেছে।
তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর ছুটিতে নিজ জন্মভূমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের টুকের বাজার এলাকায় সহপাঠী ফয়জুল ইসলাম কে সাথে নিয়ে একটি হাঁসের খামার গড়ে তোলেন।প্রথম বারের মতো ৪০০ হাঁস নিয়ে খামারের যাত্রা শুরু হয়।
সহপাঠী ফয়জুল ইসলাম কে খামারের পরিচর্চার দায়িত্ব দেওয়া হয়।খামার দেখাশোনা করে ভালোই চলছিল ফয়জুলের পরিবার।আব্দুল হালিম নিজ খামারের উন্নতি দেখে আশায় বুক বাঁধেন স্বাবলম্বী হওয়ার জন্য।২ মার্চ শনিবার প্রবাসে চলে যাওয়ার নির্ধারিত তারিখ থাকায় ১ মার্চ শুক্রবার রাতে শেষবারের মতো খামার দেখে আসেন।
শনিবার সকালে যথারীতি গাড়িতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর যাচ্ছিলেন হঠাৎ মুঠোফোনে যে খবর শুনেছেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
একে তো পরিবার ছেড়ে চলে যাওয়ার বেদনা আবার বিমানে চড়ার আগেই স্বপ্নের হাসের খামারের সব হাঁস মরার খবরে হতভম্ব!
তিনি অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা জমিয়ে হাসের খামার করেরস্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন! সেই স্বপ্ন দুষ্কৃতিকারীরা নিমিষে শেষ করে দিল!প্রায় ৪লক্ষ টাকার হাস যারা মেরেছে তাদের বিচার দাবি করেন।তিনি বলেন একজন প্রবাসীর জানমালের নিরাপত্তার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবিনয়ে আবেদন করছি তদন্ত সাপেক্ষে আমার হাঁসের খামারের হাস হত্যা বিচার দাবি করছি।