এম এ এস শাকির, জকিগঞ্জ সিলেট থেকে: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত অনুমান ১০টার সময় জকিগঞ্জ পৌর শহরে জকিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার কিছুক্ষণ আগে জকিগঞ্জ বাজারের একটি দোকানের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিলেও মীমাংসা না হওয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন ও আহবায়ক জাবেদ আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু এসে এ ঘটনার নিন্দা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনার পর থেকে জকিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন, শুনেছি গতরাতে জকিগঞ্জ পৌর শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি, যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাহমুদ হাসান রিপন বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ