আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি। আজ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকার সময় জকিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংক এর পাশে ইসলামি ব্যাংক জকিগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব মুফতি আবুল হাসান সাহেব। আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফতার আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব খলিলুর রহমান,বাজার কমিটির সেক্রেটার জনাব মখলিছুর রহমানসহ জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীক ও সামাজিক ব্যক্তিত্ব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি ইসলাম প্রিয় একজন মানুষ, আমি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম কোন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। কিন্তু কাকতালীয় ভাবে এটি একটি ইসলামিক ব্যাংক। আমি অত্যন্ত আনন্দিত যে আমার এলাকায় একটি সুধমুক্ত ইসলামী ব্যাংক উদ্বোধন হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জকিগঞ্জের মানুষ অনেকদিন থেকে অপেক্ষায় ছিল সুধমুক্ত ব্যাংকে লেনদেন করার জন্য, আজ ইসলামি ব্যাংক জকিগঞ্জ উপশাখা উদ্বোধনের মাধ্যমে তাদের সেই আশা পুরন হয়েছে। জকিগঞ্জবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ