আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে (২২ জানুয়ারী) বুধবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ হুছাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আহমদের পরিচালনায় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ আলবাবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।সম্মেলনে উপস্থিত সকলের মতামতের মাধ্যমে ২০২৫ সালের জন্য মোঃ আমান উল্লাহকে সভাপতি ও মিজান আহমদ তাপাদারকে সহ সভাপতি এবং তারেক আহমদকে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।