আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চোর চক্রের ৪ সদস্যকে চারখাই এলাকা থেকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জ থানা পুলিশ চারখাই পুলিশ ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় গরু বহনকারী একটি পিকআপ ও দুইটি গরু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ আলম হোসেন (২১), একই এলাকার আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদূল হাসানের ছেলে শাহ মোঃ নুর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১)।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান,জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারখাই পুলিশ ক্যাম্পের সহায়তায় গরু চোর চক্রের চার সদস্যকে গরু বহনকারী পিকআপ ও দু’টি গরুসহ আটক করে।
পরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।