আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে:
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন রোধে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন। মহান আল্লাহর কাছে ভাঙন থেকে মুক্তি চেয়েছেন সবাই।
শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার মাইজকান্দি গ্রামের কুশিয়ারা নদীর পাড়ে মোনাজাতে স্থানীয় বিপুল সংখ্যক মানুষসহ মাইজকান্দি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পৌর বিএনপির সভাপতি মাসুক উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন মাইজকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সবুর। এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক উদ্দিন, সহ-সভাপতি মুনিম আহমদ, জামাল আহমদ, খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক মেহরাজ হোসেন নমিক, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, মাইজকান্দি মাদ্রাসা শিক্ষক মাওলানা সুয়াইবুর রাহমান, মাওলানা এখলাছুর রাহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মঞ্জুর ইসলাম প্রমুখ।মোনাজাত শেষে এলাকাবাসি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশের মানচিত্র দেশের মানচিত্র রক্ষার্থে দ্রুত নদী ভাঙন রোধে অন্তর্বর্তীকালীন সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। ভাঙনে হুমকির মুখে কুশিয়ারা নদীর পারের বাসিন্দারা জানান, নদীতে পানি বৃদ্ধি শুরু হওয়ায় গত এক সপ্তাহ ধরে মাইজকান্দি এলাকায় প্রায় ৩-৪'শ মিটার জায়গা জুড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
গত পাঁচদিনে প্রায় তিন থেকে চার'শ মিটার এলাকা জুড়ে ভাঙনের তোড়ে ভয়াব পরিস্থিতি সৃষ্টি হয়েছে।এলাকার প্রায় অর্থ শতাধিক পরিবার বাস্তুহারা হয়ে পড়েছেন। ভাঙনের তাণ্ডবে হুমকির মুখে রয়েছে বসতবাড়িসহ মাইজকান্দি মাদ্রাসা, ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি খাদ্য গুদাম এবং অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তা-ঘাট।জকিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশল মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, মাইজকান্দি গ্রামের কুশিয়ারা নদীর ওই ভাঙন একাধিকবার পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তথ্য দিয়েছি। তাৎক্ষণিক ভাঙন রোধ করার মত কোন বরাদ্দ নেই। যেভাবে ভাঙন শুরু হয়েছে ব্লক ছাড়া তা প্রতিরোধ করার সম্ভব না। আজকে পুনরায় ভাঙন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ দেওয়া হলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ