আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠ। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা কিংবা প্রতিষ্ঠান সব জায়গায় প্রার্থী ও সমর্থকরা গণসংযোগ করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের আড্ডায় কিংবা খোশগল্পে চলছে নির্বাচনী আলোচনা। আগামী ৫ জুন চতুর্থ ধাপে জকিগঞ্জ উপজেলায় তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০ মে দেওয়া হবে প্রতীক, ইতিপূর্বে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। এদিকে প্রতীক না পেলেও মনোনয়ন বৈধতা পেয়েই প্রার্থীরা কেউ বসে নেই। ভোটারদের মন পেতে আঁটঘাঁট বেঁধে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করছেন তারা। বিভিন্ন এলাকায় করছেন সৌজন্য সাক্ষাৎ ও উঠান বৈঠক। শুধু তাই নয়, এসব প্রার্থীদের স্বজনরাও নেমে পড়েছেন ভোটের প্রচারণায়।
ভোটাররা বলছেন, সৎ যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি চান তারা। সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন এমন প্রার্থী নির্বাচিত হোক এটাই প্রত্যাশা তাদের। অন্যদিকে প্রার্থীরাও জানিয়েছেন নির্বাচিত হলে জনগণের পাশে থাকার কথা। জকিগঞ্জ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। তরুণ ও যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান প্রার্থীরা।
এবার জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করবেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা যুব-সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, জাপা নেতা আব্দুশ শুক্কুর। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর, যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক লস্কর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী ও বিগত নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতানা আক্তার। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আফসানা তাসলিম মিতু বলেন, ইতিপূর্বেই মনোনয়ন যাচাই-বাছাই করে তিন পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯মে ও প্রতীক বরাদ্দ ২০ মে। আগামী ৫ জুন ব্যালট পেপারে এই উপজেলায় ভোটগ্রহণ হবে।
উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৭৭ টি ভোটকেন্দ্রে মোট ১৯১৫১৩ জন ভোটার ব্যালটে ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯২২৫ জন ও মহিলা ৯২২৮৮ জন। এছাড়া ৪৭০ টি বুথ ও ১৫ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ