আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সংবাদ দাতা।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১১ টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ঘোষণা করেন।
সারা দেশের সকল উপজেলায় এক সাথে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে।জকিগঞ্জ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সমাপনি অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৫ আসনের সাংসদ সদস্য মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা রাজিব চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে খামারিদের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ