আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জকিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রদান।
এসময়ে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব লোকমান উদ্দিন চৌধুরী,জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসনীম মিতু, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ,জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যমলী, জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার অর্ণব দত্ত, জকিগঞ্জ উপজেলা পানি সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী,জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল আহাদ প্রমুখ।
জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।