আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট প্রতিনিধি। জকিগঞ্জে বাসের চাপায় আবির হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সকাল ১০ টার সময় সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ আব্দুল মতিন কনভেনশন সেন্টারের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।সর্বশেষ তথ্য মতে এখনো গণীপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।ঘাতক ড্রাইভার ও হেলপার কে গ্রেফতারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে।